মালদা

তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে শহরের দলীয় কার্যালয়ে আশ্রয় নিল বিজেপির জয়ী প্রার্থীরা

নির্বাচন-পূর্ববর্তী ও পরবর্তী সন্ত্রাস অব্যাহত মালদা জেলায়। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে মালদা শহরের দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছে বিজেপি প্রার্থী থেকে নেতা কর্মীরা। জেলার চাঁচল, হরিশ্চন্দ্রপুর, গাজোল সহ জেলার বিভিন্ন প্রান্তের বিজেপির জয়ী প্রার্থীরা মালদা শহরের দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। 

বিজেপির জয়ী প্রার্থীরা জানান, নির্বাচনের আগে থেকেই তাদেরকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল এখনো তাদেরকে নানাভাবে নানা অছিলায় হেনস্থা করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি গ্রামের বিজেপি কর্মী সর্মথকদের প্রান নাশের হুমকিও দিচ্ছে তারা। থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাধ্য হয়ে তারা বিজেপি নেতৃত্বকে বিষয়টি জানিয়ে এখানে আশ্রয় নিয়েছেন। বিজেপি আশ্রিত প্রার্থীদের মধ্যেই অনেকে গর্ভবতী। আবার অনেকেই ছোট ছোট সন্তানদের নিয়ে দলীয় কার্যালয় শিবির করে রয়েছেন এখানেই চলছে খাওয়া-দাওয়া ও দৈনন্দিন কাজকর্ম।

জেলা বিজেপির জেলা সম্পাদিকা মৌসমি মিত্র বলেন, পশ্চিমবঙ্গ বর্তমানে সুরক্ষিত নয়। আর সেই কারণেই পঞ্চায়েতের বোর্ড গঠন করা পর্যন্ত তাদের প্রার্থী কর্মী-সমর্থক ও তাদের পরিবারের লোকেদের বিজেপি শাসিত অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। 

যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ভিত্তিহীন অভিযোগ তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য বিজেপি এই চক্রান্ত করছে বলে তিনি দাবী করেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/Qmgs92E_1s4